13/04/2020
প্রিয় সহকর্মী, করোনা সংকটকালে সরকার ঘোষিত শ্রমিক/কর্মচারীর বেতন প্রদানের জন্য প্রদত্ত ঋণ সুবিধা প্রাপ্তির লক্ষ্যে বিকেএমইএ’র প্রত্যয়নপত্র সংগ্রহপূর্বক বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ফরমে (ফরম-এ, বি, সি ও ডি) আপনার ব্যাংকে দ্রæততম সময়ের মধ্যে আবেদন করুন। বিকেএইএ’র প্রত্যয়ন পত্র সংগ্রহের জন্য আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যাদি পূরণপূর্বক, তিন মাসের বেতনের সামারি শীট এবং বাংলাদেশ ব্যাংকের ডি-ফর্মের সামারি শীট সংযুক্ত করে bbloan@bkmea.com –এ-ইমেইল করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদান্তে- এ.কে.এম সেলিম ওসমান, এম.পি, সভাপতি, বিকেএমইএ ও মোহাম্মদ হাতেম প্রথম সহ-সভাপতি, বিকেএমইএ