গার্মেন্টস এর সাধারণ বাংলা প্রশ্ন এবং উত্তর-Garment’s General Bangla Questions and Answers

Garment’s General Bangla Questions and Answers

গার্মেন্টস এর সাধারণ বাংলা প্রশ্ন এবং উত্তর

বেসিক প্রশ্নপ্রশ্ন – ১. গার্মেন্টস শব্দের অর্থ কি?
উত্তরঃ পোশাক বা অ্যাপারেল।
প্রশ্ন – ২. বাংলাদেশের প্রথম গার্মেন্টস ফ্যাক্টরীর নাম কি এবং কত সালে চালু হয়?
উত্তরঃ রিয়াজ গার্মেন্টস, ১৯৬০ সালে ঢাকার উর্দু রোডে।
প্রশ্ন – ৩. ক্লদিং টেকনোলোজির সংজ্ঞা দাও।
উত্তরঃ পোশাকের সাথে সম্পর্কযুক্ত যে কোন প্রযুক্তির প্রয়োগ বা ব্যবহার এবং তদসম্পর্কিত যাবতীয় কলাকৌশলকেই ক্লদিং টেকনোলোজি বা পোশাক প্রযুক্তি বলে।
প্রশ্ন – ৪. বাংলাদেশ মোট আয়ের শতকরা কত ভাগ পোশাক রপ্তানি করে অর্জন করে?
উত্তরঃ প্রায় শতকরা ৮০ ভাগ।
প্রশ্ন – ৫. গার্মেন্টস শিল্পে মহিলা শ্রমিকের সংখ্যা কত?
উত্তরঃ প্রায় শতকরা ৯০ ভাগই নারী শ্রমিক।
প্রশ্ন – ৬. বিশ্ব বাজারে এবং বাংলাদেশে গার্মেন্টস ক্যাটাগরির সংখ্যা কত?
উত্তরঃ বিশ্ব বাজারে মোট ১২৫ টি এবং বাংলাদেশ আমেরিকায় ২০ টি ক্যাটাগরি পোশাক সরবরাহ করে।
প্রশ্ন – ৭. গার্মেন্টস উৎপাদন প্রণালীর বিভিন্ন ধাপ বা সেকশনের নাম লিখ।
উত্তরঃ কাটিং সেকশন, সুইং সেকশন, ফিনিশিং সেকশন ইত্যাদি।
প্রশ্ন – ৮. কাটিং সেকশনের কাজ কি?
উত্তরঃ প্যাটার্ন অনুযায়ী কাপড় কাটাই হল কাটিং সেকশনের কাজ।
প্রশ্ন – ৯. সুইং সেকশনের কাজ কি?
উত্তরঃ কাটিং সেকশন থেকে খিন্ডিত কাপড়কে সেলাই মেশিনের সাহায্যে সেলাই করাই হল সুইং সেকশনের কাজ।
প্রশ্ন – ১০. ফিনিশিং সেকশনের কাজ কি?
উত্তরঃ সুইং সেকশন হতে সংগৃহীত কাপড়কে বায়ারের অর্ডার অনুযায়ী ফিনিশিং ম্যাটারিয়ালস প্রয়োগ, আয়রনিং, ফোল্ডিং, প্যাকিং এবং কার্টুন করে রপ্তানিযোগ্য করাই হল ফিনিশিং সেকশনের কাজ।
প্রশ্ন – ১১. যান্ত্রিক সেলাই মেশিন কে আবিষ্কার করেন?
উত্তরঃ চার্লস ফ্রেডরিক ১৭৫৫ সালে যান্ত্রিক সেলাই মেশিন আবিষ্কার করেন।
প্রশ্ন – ১২. টেইলরিং প্রণালির সংজ্ঞা দাও।
উত্তরঃ কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য তার শরীরের মাপ নিয়ে হ্যান্ড কাচি দ্বারা কাপড় কেটে সেলাই মেশিন দ্বারা সেলাই করে পোশাক তৈরি করাকে টেইলরিং বলা হয়।
প্রশ্ন – ১৩. ইন্ডাস্টিয়াল পদ্ধতির পোশাক তৈরি বলতে কি বুঝ?
উত্তরঃ পুরুষ, মহিলা, বালক বা বালিকার দেহের আদর্শ মাপ নিয়ে একটি নির্দিষ্ট ডিজাইনের এবং বিভিন্ন সাইজের হাজার হাজার পিস গার্মেন্টস তৈরি করাকে ইন্ডাস্টিয়াল পদ্ধতির পোশাক তৈরি করা বলে।
প্রশ্ন – ১৪. ইন্ডাস্টিয়াল পদ্ধতিতে একটি পোশাক তৈরি করতে কত সময় লাগে?
উত্তরঃ প্রায় ১ মিনিট থেকে ১ মিনিট ৩০ সেকেন্ড।
প্রশ্ন – ১৫. ডেনিম কোন শ্রেণীর কাপড়?
উত্তরঃ সাধারণত ২/১ বা ৩/১ ওয়ার্প ফেসড টুইল কাপড়।
প্রশ্ন – ১৬. গেবার্ডিন কোন শ্রেনীর কাপড়?
উত্তরঃ এটি ২/২ ওয়ার্প ফেসড টুইল কাপড়।
প্রশ্ন – ১৭. গার্মেন্টস ক্লথ কাকে বলে?
উত্তরঃ পোশাক তৈরির জন্য যে নির্দিষ্ট গুনাগুনের কাপড় ব্যবহৃত হয় তাকে গার্মেন্টস ক্লথ বলে।
প্রশ্ন – ১৮. জিন্স কাপড় বলতে কি বুঝ?
উত্তরঃ এটি সাধারণত ওয়ার্প ফেসড টুইল কাপড় যা কার্ডেড কটন সুতা দ্বারা তৈরি।
প্রশ্ন – ১৯. লেবেলে কি কি তথ্য দেওয়া থাকে?
উত্তরঃ পোশাকের সাইজ, আঁশের ধরন, পরিচর্যা বিষয়ক, কোন দেশের তৈরি এবং কোন কোম্পানির তৈরি।
প্রশ্ন – ২০. প্রধান লেবেলে কি লেখা থাকে?
উত্তরঃ কোম্পানির নাম ও দেশের নাম।
প্রশ্ন – ২১. সাব লেবেলগুলোর নাম লিখ।
উত্তরঃ সাইজ লেবেল, ফেয়ার লেবেল, মুল্য লেবেল, কম্পোজিশন লেবেল।
প্রশ্ন – ২২. আগুন প্রতিরোধক পোশাকে ব্যবহারের জন্য কি ধরনের সুতা ব্যবহৃত হয়?
উত্তরঃ অ্যারামাইড থ্রেড।
প্রশ্ন – ২৩. ট্রিমিংস শব্দের অর্থ কি?
উত্তরঃ ট্রিমিংস শব্দের অর্থ উপকরণ। যেমন – জিপার, লেবেল, সুতা, বোতাম, লাইনিং ইন্টারলাইনিং ইত্যাদি।
প্রশ্ন – ২৪. লেবেলের সংজ্ঞা দাও।
পোশাকের সাথে লাগানো উপাদান, যাতে বিভিন্ন প্রকার তথ্য (পোশাকের সাইজ, আঁশের ধরন, পরিচর্যা বিষয়ক, কোন দেশের তৈরি এবং কোন কোম্পানির তৈরি ইত্যাদি) সংযুক্ত থাকে, তাকে লেবেল বলে।
প্রশ্ন – ২৫. মোটিফ কাকে বলে?
উত্তরঃ পোশাকের সৌন্দর্য ব্রিদ্ধির উদ্দেশ্যে পোশাকের বাইরের দিকে যে অতিরিক্ত বিশেষ অংশ লাগানো থাকে, তাকে মোটিফ বলে।
প্রশ্ন – ২৬. মনোফিলামেন্ট সুতা কাকে বলে?
উত্তরঃ একটিমাত্র ফিলামেন্ট দ্বারা গঠিত সুতাকে মনোফিলামেন্ট সুতা বলে।
প্রশ্ন – ২৭. প্যাটার্ন এর সংজ্ঞা দাও।
উত্তরঃ একটি পোশাকের প্রত্যেকটি অংশের অবিকল প্রতিরূপ শক্ত সমতল কাগজের বোর্ডে নির্ডিষ্ট মাপে নকশা তৈরি করাকে প্যাটার্ন বলে।
প্রশ্ন – ২৮. প্যাটার্ন প্রধানত কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. স্যাম্পল প্যাটার্ন, খ. প্রোডাকশন প্যাটার্ন।
প্রশ্ন – ২৯. স্যাম্পল প্যাটার্ন কাকে বলে?
উত্তরঃ যে প্যাটার্ন অনুযায়ী স্যাম্পল বা নমুনা কাটা হয়, তাকে স্যাম্পল প্যাটার্ন বলে।
প্রশ্ন – ৩০. প্রোডাকশন প্যাটার্ন কাকে বলে?
উত্তরঃ যে প্যাটার্ন অনুযায়ী গার্মেন্টস শিল্পে শত শত পিস পোশাক তৈরি করা হয়, তাকে প্রোডাকশন প্যাটার্ন বলে।
প্রশ্ন – ৩১. পোশাক শিল্পে কতভাবে প্যাটার্ন তৈরি করা হয়?
উত্তরঃ দুইভাবে। যথাঃ ক. ব্লক প্যাটার্ন, খ. গার্মেন্টস প্যাটার্ন।
প্রশ্ন – ৩২. ব্লক প্যাটার্ন বা বেসিক প্যাটার্ন কাকে বলে?
উত্তরঃ ব্লক প্যাটার্ন বা বেসিক প্যাটার্ন বলতে মূল প্যাটার্নকে বুঝায়, যা একটি নির্দিষ্ট শারীরিক গঠনের সাথে মানানসই।
প্রশ্ন – ৩৩. নমুনা পোশাক বলতে কি বুঝ?
উত্তরঃ প্রতিটি স্টাইলের উৎপাদনের পূর্বে উক্ত স্টাইলের একটি নমুনা তৈরি করা হয়, যাকে নমুনা পোশাক বলে।
প্রশ্ন – ৩৪. অনুমোদিত বা অ্যাপ্রুভাল নমুনা কি?
উত্তরঃ ক্রেতার প্রদত্ত প্রাথমিক পর্যায়ে যে নমুনা তৈরি করা হয় তাকে অনুমোদিত বা অ্যাপ্রুভাল নমুনা বলে।
প্রশ্ন – ৩৫. প্রোডাকশন স্যাম্পল কাকে বলে?
উত্তরঃ উৎপাদন চলাকালীন অবস্থায় ক্রেতা কিছু উৎপাদিত দ্রব্য (পোশাক) সংগ্রহ করে থাকেন। যা থেকে তিনি বুঝতে চেষ্টা করেন তার অর্ডার দেওয়া মালামালের গুণগত মাণ ঠিক আছে কি না।
প্রশ্ন – ৩৬. ফ্যাশন শো স্যাম্পল কাকে বলে?
উত্তরঃ যে স্যাম্পল নিয়ে ক্রেতা বিজ্ঞাপনের উদ্দেশ্যে ফ্যাশন শো করে থাকেন তাকে ফ্যাশন শো স্যাম্পল বলে।
প্রশ্ন – ৩৭. কাপড় বিছানোর সংজ্ঞা দাও।
উত্তরঃ একাধিক পোশাকের কাপড় একবারে কাটার জন্য উৎপাদনের পরিকল্পনা এবং মার্কারের দৈর্ঘ্য ও প্রস্থ অনুযায়ী নির্ধারিত দৈর্ঘ্য ও প্রস্থে স্তর আকারে কাপড় সাজানোর প্রক্রিয়াকে কাপড় বিছানো বলে।
প্রশ্ন – ৩৮. নিটেড কাপড় বিছানোর কত ঘন্টা পর কাটা হয়?
উত্তরঃ ১২ থেকে ২৪ ঘন্টা পর।
প্রশ্ন – ৩৯. কাপড়ের লে তৈরি করা হয় কেন?
উত্তরঃ কাপড় বাচানোর জন্য ও পোশাক প্রতি কাপড় কাটার সময় বাচানোর জন্য।
প্রশ্ন – ৪০. সোজা লে বলতে কি বুঝায়?
উত্তরঃ একই প্রকার লে এর মধ্যে কাপড়ের প্রতিটি প্লাই মার্কারের দৈর্ঘ্য অনুযায়ী পূর্ণ দৈর্ঘ্যে বিছানো হয়।
প্রশ্ন – ৪১. ওয়ান পিস বেন্ডেড কলার কাকে বলে?
উত্তরঃ যে কলার ব্যান্ড এক পিস কাপড় দ্বারা তৈরি হয় তাকে ওয়ান পিস বেন্ডেড কলার বলে।
প্রশ্ন – ৪২. স্পোর্টস ওপেন রাউন্ডেড কলার কাকে বলে?
উত্তরঃ ব্যান্ড ছাড়া শুধু কলার যদি গলাত বিছানো থাকে, তবে তাকে স্পোর্টস ওপেন রাউন্ডেড কলার বলে।
প্রশ্ন – ৪৩. সেলাই সুতার সাইজ বা কাউন্টকে কি বলে?
উত্তরঃ টিকিট নাম্বার।
প্রশ্ন – ৪৪. সেলাই সুতার মধ্যে কি ধরনের ফিনিশিং মেটারিয়ালস ব্যবহার করা হয়?
উত্তরঃ লুব্রিক্যান্ট।
প্রশ্ন – ৪৫. সুতার মেট্রিক নাম্বার ৮০/২ হলে, টিকিট নাম্বার কত?
উত্তরঃ ১২০।
প্রশ্ন – ৪৬. ফেব্রিক লে বলতে কি বুঝ?
উত্তরঃ কাপড় বিছানোর পর কাপড়ের স্তরসমূহ যে আকার ধারণ করে তাকে ফেব্রিক লে বলে।
প্রশ্ন – ৪৭. কাপড়ের লে তৈরির মৌলিক লে শর্ত কয়টি?
উত্তরঃ ৩ টি।
প্রশ্ন – ৪৮. কাপড়ের মোড়ক বলতে কি বুঝ?
উত্তরঃ খোলা অবস্থায় কাপড়কে স্তরে স্তরে সাজানোকে কাপড়ের মোড়ক বলে।
প্রশ্ন – ৪৯. প্লাই বলতে কি বুঝ?
উত্তরঃ ফেব্রিক লে এর মধ্যে একটি কাপড়কে প্লাই বলে।
প্রশ্ন – ৫০. স্প্লাইসের অপর নাম কি?
উত্তরঃ ওভারল্যাপিং।
প্রশ্ন – ৫১. স্প্লাইস কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. সরলরেখা স্প্লাইস, খ. ইন্টারলক স্প্লাইস।
প্রশ্ন – ৫২. স্প্লাইসের কারণ কি?
উত্তরঃ ক. কাপড়ের মধ্যে কোন ধরনের দাগ থাকলে।
খ. কাপড় ছেঁড়া বা বা ছিদ্রযুক্ত হলে।
গ. কাপড়ের রোলের কাপড় শেষ হয়ে গেলে নতুন রোল সংযুক্ত করতে হয়, যার ফলে স্প্লাইস করার প্রয়োজন হয়।
প্রশ্ন – ৫৩. কাপড়া কাটা কাকে বলে।
উত্তরঃ কাপড় বিছানোর পর নাইফ দ্বারা পোশাকের বিভিন্ন অংশ কাটাকে কাপড় কাটা বলে।
প্রশ্ন – ৫৪. কাপড় কাটার শর্তাবলি কি কি?
উত্তরঃ ক. কাটার সূক্ষ্মতা, খ. সুন্দর কর্তিত প্রান্ত, গ. পোড়া ও গলনহীন প্রান্ত, ঘ. কাপড়ের লে ধারক, ঙ. সামঞ্জস্যপূর্ন কাটা।
প্রশ্ন – ৫৫. রাউন্ড নাইফ মেশিনের আর.পি.এম ও ব্লেডের উচ্চতা কত?
উত্তরঃ আর.পি.এম ১০০০ থেকে ৩৫০০ ও ব্লেডের উচ্চতা ১০ থেকে ৩৩ মিটার।
প্রশ্ন – ৫৬. পোশাক শিল্পে কাপড় কাটার জন্য সর্বাধিক ব্যবহৃত হয় কোন নাইফ মেশিন?
উত্তরঃ স্ট্রেইট নাইফ কাটিং মেশিন।
প্রশ্ন – ৫৭. ওয়াটার জেট কাটিং মেশিনের পানির চাপ কত?
উত্তরঃ প্রতি বর্গিঞ্চিতে ৬০,০০০ পাউন্ড।
প্রশ্ন – ৫৮. স্ট্রেইট নাইফ কাটিং মেশিনের স্ট্রোক কত?
উত্তরঃ ২.৫ থেকে ৪.৫ সেন্টিমিটার।
প্রশ্ন – ৫৯. প্রাকৃতিক আঁশ থেকে প্রাপ্ত সেলাই সুতা কি কি?
উত্তরঃ ক. লিনেন সুতা, খ. সিল্কের সুতা, গ. কটন সুতা, ঘ. ভিসকস সুতা।
প্রশ্ন – ৬০. সিনথেটিক আঁশ থেকে প্রাপ্ত সেলাই সুতা কি কি?
উত্তরঃ ক. পলিয়েস্টার থ্রেড, খ. নাইলন থ্রেড, গ. অ্যারামাইড থ্রেড।
প্রশ্ন – ৬১. মাল্টিফিলামেন্ট থ্রেড কাকে বলে?
উত্তরঃ একাধিক ফিলামেন্ট একত্রে পাক দিয়ে যে সুতা তৈরি করা হয়, তাকে মাল্টিফিলামেন্ট থ্রেড বলে।
প্রশ্ন – ৬২. সেলাই সুতা প্রধানত কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. কটন সুতা, খ. ফিলামেন্ট সুতা।
প্রশ্ন – ৬৩. সেলাই সুতার সংজ্ঞা দাও।
উত্তরঃ পোশাকের বিভিন্ন অংশ জোড়া দেওয়ার জন্য যে সুতা ব্যবহার করা হয়, তাকে সেলাই সুতা বলে।
প্রশ্ন – ৬৪. মার্সেরাইজড সুতা কাকে বলে?
উত্তরঃ যে সকল কটন থ্রেডকে কস্টিক সোডা দ্রবণে টান টান অবস্থায় ফিনিশিং করা হয়, তাকে মার্সেরাইজড সুতা বলে।
প্রশ্ন – ৬৫. ইন্ট্রালুপিং কি?
উত্তরঃ যখন একটি সুতার লুপ একই সুতার অন্য একটি লুপের মধ্য দিয়ে অতিক্রম করে তখন তাকে ইন্ট্রালুপিং বলে।
প্রশ্ন – ৬৬. ইন্টারলুপিং কি?
উত্তরঃ যখন একটি সুতার লুপ অন্য একটি সুতার লুপের মধ্য দিয়ে অতিক্রম করে তখন তাকে ইন্টারলুপিং বলে।
প্রশ্ন – ৬৭. ইন্টারলেসিং কি?
উত্তরঃ যখন একটি অন্য একটি সুতা বা লুপের উপর দিয়ে অতিক্রম করে তখন তাকে ইন্টারলেসিং বলে।
প্রশ্ন – ৬৮. সেলাই এর সংজ্ঞা দাও।
উত্তরঃ সুই ও সুতার সাহায্যে দুটি কাপড়ের প্রান্তভাগ জোড়া লাগানো বা একই কাপড়ের প্রান্তভাগ সেলাই করাকেই সেলাই বলে।
প্রশ্ন – ৬৯. ওভারলক মেশিনের এস.পি.এম কত?
উত্তরঃ ৬৫০০ থেকে ৮৫০০।
প্রশ্ন – ৭০. ফ্ল্যাটলক মেশিনের এস.পি.এম কত?
উত্তরঃ ৬০০০।
প্রশ্ন – ৭১. অ্যালাউন্স কি?
উত্তরঃ শরীরের মাপের সাথে আরো কিছু অতিরিক্ত মাপ যোগ করে পোশাক তৈরি করা হয়, তাকে অ্যালাউন্স বলে।
প্রশ্ন – ৭২. বাস্ট পয়েন্ট কি?
উত্তরঃ বুকের সবচেয়ে দৃশ্যমান স্থানকে (বুনি) বাস্ট পয়েন্ট বলে।
প্রশ্ন – ৭৩. সি.এম.টি কি?
উত্তরঃ কাট মেইক ট্রিম।
প্রশ্ন – ৭৪. ডিসপোজেবল গার্মেন্টস কি?
উত্তরঃ যে সকল গার্মেন্টস শুধুমাত্র একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়, তাকে ডিসপোজেবল গার্মেন্টস বলে।
প্রশ্ন – ৭৫. গ্রেডিং কি?
উত্তরঃ পোশাকের মাস্টার প্যাটার্ন হতে বিভিন্ন সাইজের প্যাটার্ন তৈরি করাকে গ্রেডিং বলে।
প্রশ্ন – ৭৬. এন.এস.আ কি?
উত্তরঃ নো সীম অ্যালাউন্স।
প্রশ্ন – ৭৭. ইন্টারলাইনিং এর সংজ্ঞা দাও।
উত্তরঃ পোশাকের কোন অংশকে সুদৃঢ় করার জন্য অথবা কাঙ্ক্ষিত আকৃতি দেয়ার জন্য এবং পোশাককে শক্তিশালী করার জন্য দুই বা ততোধিক পড়তা কাপড়ের মধ্যে অতিরিক্ত একটি বা একাধিক কাপড় জাতীয় পদার্থ ব্যবহার করা হয়, তাকে ইন্টারলাইনিং বলে।
প্রশ্ন – ৭৮. ইন্টারলাইনিং পোশাকের কোন কোন অংশে ব্যবহার করা হয়?
উত্তরঃ সাধারণত পোশাকের কলার, কাফ, ওয়েস্ট ব্যান্ড, ফেসিং এবং কোটের সম্মুখভাগে ব্যবহার করা হয়।
প্রশ্ন – ৭৯. ইন্টারলাইনিং কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার? যথাঃ ক. সিউন ইন্টারলাইনিং, খ. ফিউজিবল ইন্টারলাইনিং।
প্রশ্ন – ৮০. সিউন ইন্টারলাইনিং কাকে বলে?
উত্তরঃ যে সকল ইন্টারলাইনিং পোশাকের মূল কাপড়ের সাথে সেলাই করে জোড়া লাগানো হয়, তাকে সিউন ইন্টারলাইনিং বলে।
প্রশ্ন – ৮১. ফিউজিবল ইন্টারলাইনিং কাকে বলে?
উত্তরঃ যে সকল ইন্টারলাইনিং পোশাকের মূল কাপড়ের সাথে তাআপ ও চাপের সাহায্যে জোড়া লাগানো হয়, তাকে ফিউজিবল ইন্টারলাইনিং বলে।
প্রশ্ন – ৮২. ফিউজিবল ইন্টারলাইনিং এর জন্য সর্বোচ্চ তাপমাত্রা কত?
উত্তরঃ ১৭০º সেলসিয়াস।
প্রশ্ন – ৮৩. ফিউজিং কাকে বলে?
উত্তরঃ পোশাকশিল্পে ফিউজিবল ইন্টারলাইনিংকে পোশাকের কাপড়ের মাঝখানে বসিয়ে উচ্চ তাপ ও চাপের মাধ্যমে পোশাকের মূল কাপড়ের সাথে লাগিয়ে দেয়াকে ফিউজিং বলে।
প্রশ্ন – ৮৪. পিলিং স্ট্রেংথ কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ বন্ড স্ট্রেংথ মাপার জন্য।
প্রশ্ন – ৮৫. ইন্টারলাইনিংকে কাপড়ের সাথে আটকাতে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ রেজিন জাতীয় পদার্থ।
প্রশ্ন – ৮৬. রেজিন কি?
উত্তরঃ এক ধরনের আঠালো পদার্থ।
প্রশ্ন – ৮৭. ফিউজিবল ইন্টারলাইনিংকে ফিউজড করার জন্য কি দরকার হয়?
উত্তরঃ রেজিন কোটিং।
প্রশ্ন – ৮৮. রেজিনের প্রলেপ কাপড়ের উভয় দিকে লাগানোর জন্য কোন কোটিং করা হয়?
উত্তরঃ ইমালশন কোটিং।
প্রশ্ন – ৮৯. রেজিন কোটিং কি?
ইন্টারলাইনিংকে কাপড়ের সাথে লাগানোর জন্য এর পৃষ্ঠদেশে আঠা জাতীয় পদার্থ দ্বারা প্রলেপ দেওয়া হয়। এ প্রলেপ দেয়াকে রেজিন কোটিং বলে।
প্রশ্ন – ৯০. ফিড মেকানিজমের সংজ্ঞা দাও।
উত্তরঃ সেলাই করে উৎপন্ন সিমের চেহারা ও গুণগত বৈশিষ্ট্য ভাল পাওয়ার জন্য সঠিক ও সুষম দৈর্ঘ্যের স্টিচ তৈরি করার জন্য বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে যে মেকানিজম তৈরি করা হয়, তাকে ফিড মেকানিজম বলে।
প্রশ্ন – ৯১. প্লেইন সুইং মেশিনে কোন ফিড মেকানিজ ব্যবহার করা হয়?
উত্তরঃ ড্রপ ফিড মেকানিজম।
প্রশ্ন – ৯২. কয়েকটি সেলাই সুতার প্যাকেজের নাম লিখ।
উত্তরঃ স্পুল, কপ, কৌন, ভি-কৌন, কনটেইনার ইত্যাদি।
প্রশ্ন – ৯৩. সেলাই সুতায় ব্যবহৃত অন্যতম ফিনিশিং উপাদান কি?
উত্তরঃ লুব্রিকেন্ট।
প্রশ্ন – ৯৪. মেট্রিক কাউন্টের সংজ্ঞা দাও।
উত্তরঃ এক কিলোগ্রাম ওজনের সুতার মধ্যে ১০০০ মিটার দৈর্ঘ্যের যতগুলো হ্যাংক থাকে তাকে মেট্রিক কাউন্ট বলে।
প্রশ্ন – ৯৫. সবচেয়ে ছোট প্যাকেজের নাম কি?
উত্তরঃ স্পুল প্যাকেজ।
প্রশ্ন – ৯৬. সবচেয়ে বড় প্যাকেজের নাম কি?
উত্তরঃ কনটেইনার।
প্রশ্ন – ৯৭. স্পুলে কত মিটার সুতা জড়ানো যায়?
উত্তরঃ ১০০ থেকে ৫০০ মিটার।
প্রশ্ন – ৯৮. কপে কত মিটার সুতা জড়ানো যায়?
উত্তরঃ ১০০০ থেকে ২৫০০ মিটার।
প্রশ্ন – ৯৯. কৌনে কত মিটার সুতা জড়ানো যায়?
উত্তরঃ ৫০০০ মিটার বা আরো বেশি দৈর্ঘের।
প্রশ্ন – ১০০. ভি-কৌনে কত মিটার সুতা জড়ানো যায়?
উত্তরঃ ১০০০ থেকে ৫০০০ মিটার।
প্রশ্ন – ১০১. লার্জ প্যাকেজে কত মিটার সুতা জড়ানো যায়?
উত্তরঃ ২০,০০০ বা আরও অধিক।
প্রশ্ন – ১০২. নিটেড কাপড় কোন গুণ সম্পন্ন?
উত্তরঃ উচ্চ স্থিতিস্থাপক গুণ সম্পন্ন।
প্রশ্ন – ১০৩. সর্বাধিক ব্যবহৃত নিটিং মেশিন কোনটি?
উত্তরঃ সার্কুলার নিটিং মেশিন।
প্রশ্ন – ১০৪. ব্ল্যাঙ্ক কি?
উত্তরঃ পোশাকের টুকরার পরিমাপ অনুযায়ী আয়তাকার নিটেড কাপড়কে ব্ল্যাঙ্ক বলে।
প্রশ্ন – ১০৫. কভার ফ্যাক্টর কি?
উত্তরঃ কভার ফ্যাক্টর দ্বারা কাপড় কতটুকু ডিলা বা টাইট হবে তা নির্ণয় করা হয়।
প্রশ্ন – ১০৬. নিট গার্মেন্টস এর জন্য কয়েকটি ক্যাটাগরি উল্লেখ কর।
উত্তরঃ ক. ফুললি কাট, খ. ফুললি ফ্যাশনড, গ. স্টিচ সেপড কাট, ঘ. ইন্টিগ্রাল।
প্রশ্ন – ১০৭. নিটিং মেশিনের কয়েকটি যন্ত্রাংশের নাম লিখ।
উত্তরঃ ফ্রেম, ক্যাম, বেস বল, সিংকার, হুক, ক্লিপ ইত্যাদি।
প্রশ্ন – ১০৮. বেস প্লেট কি?
উত্তরঃ সিলিন্ডার যার মধ্যে স্থাপন করা হয়, তাকে বেস প্লেট বলে।
প্রশ্ন – ১০৯. লিংকিং মেশিন বলতে কি বুঝ?
উত্তরঃ নিটেড কাপড়ের তৈরি পোশাকের অংশসমূহ একটি বিশেষ সেলাই মেশিনের সাহায্যে সেলাই করা হয়, তাকে লিংকিং মেশিন বলে।
প্রশ্ন – ১১০. কোর্স ডেনসিটি কি?
উত্তরঃ অনুভূমিকভাবে লুপের ঘনত্বকে কোর্স ডেনসিটি বলে।
প্রশ্ন – ১১১. নিট ফেব্রিক এর কোয়ালিটি বলতে কি বুঝ?
উত্তরঃ একটি গ্রহনযোগ্য মানকে বুঝায়, যা ক্রেতার কাছে গ্রহনযোগ্য।

Digital Marketing Strategist & SEO Expert in Bangladesh. Md Mustakur Rahman has been working for the garment Buyerslist since 2013. He lives in Dhaka, Bangladesh, where he works as an editor at Avronbd. The owner of the company is Avron Texwear. He offers professional-designed and manufactured clothes and exporters in Bangladesh. He has been working in the clothing industry for the last 10 years, and he has lots of experience in this field. He is additionally a Professional Digital Marketing Strategist & SEO Expert in Bangladesh.

Share this content:

Leave a Comment

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.