Sewing Practice-সাধারণ বাংলা প্রশ্ন এবং উত্তর

সাধারণ বাংলা প্রশ্ন এবং উত্তর

Sewing Practice

প্রশ্ন – ১. নিডেল কি?
উত্তরঃ নিডেল হচ্ছে সেলাইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান।
প্রশ্ন – ২. নিডেল কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. হ্যান্ড নিডেল, খ. মেশিন নিডেল।
প্রশ্ন – ৩. টিপ কি?
উত্তরঃ নিডেল পয়েন্টের সুচালো প্রান্তটিই নিডেল টিপ।
প্রশ্ন – ৪. এমব্রয়ডারীর জন্য কয় ধরনের নিডেল ব্যবহার করা হয়?
উত্তরঃ তিন ধরনের।
প্রশ্ন – ৫. নিডেল পয়েন্ট কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. ক্লথ পয়েন্ট, খ. কাটিং পয়েন্ট।
প্রশ্ন – ৬. ক্লথ পয়েন্ট নিডেল কাকে বলে?
উত্তরঃ কাপড় সেলাই করার জন্য যে পয়েন্ট বিশিষ্ট নিডেল ব্যবহার করা করা হয়, তাকে ক্লথ পয়েন্ট নিডেল বলে।
প্রশ্ন – ৭. কাটিং পয়েন্ট নিডেল কাকে বলে?
উত্তরঃ সাধারণত শিট মেটারিয়াল – চামড়া, প্লাস্টিক প্রভৃতি সেলাই করার জন্য যে পয়েন্ট বিশিষ্ট নিডেল ব্যবহার করা করা হয়, তাকে কাটিং পয়েন্ট নিডেল বলে।
প্রশ্ন – ৮. বল পয়েন্ট নিডেল কত প্রকার?
উত্তরঃ তিন প্রকার।
প্রশ্ন – ৯. বুনন কাপড় সেলাইয়ে সাধারণত কোন ধরনের নিডেল ব্যবহৃত হয়?
উত্তরঃ সেট পয়েন্ট নিডেল।
প্রশ্ন – ১০. সেট পয়েন্ট কত প্রকার?
উত্তরঃ তিন প্রকার। যথাঃ ক. স্লিম সেট পয়েন্ট, খ. মিডিয়াম সেট পয়েন্ট, গ. হেভি সেট পয়েন্ট।
প্রশ্ন – ১১. নিডেল সাইজ বলতে কি বুঝ?
উত্তরঃ নিডেলের ব্লেডের মধ্যবর্তী স্থানের ব্যাসের পরিমাপের উপর ভিত্তি করে নিডেলের যে নাম্বারিং করা হয় যা নিডেলের মোটা চিকন নির্দেশ করে, তাকে নিডেল সাইজ বলে।
প্রশ্ন – ১২. নিডেল পয়েন্টের কাজ কি?
উত্তরঃ নিডেল পয়েন্টের কাজ হচ্ছে কাপড়ের কোন ক্ষতি সাধন না করে কাপড়েকে ভেদ করা।
প্রশ্ন – ১৩. এমব্রয়ডারী নিডেল কাকে বলে?
উত্তরঃ কাপড়ের উপর বিভিন্ন নকশা তৈরির জন্য যে ধরনের নিডেল ব্যবহার করা হয়, তাকে এমব্রয়ডারী নিডেল বলে।
প্রশ্ন – ১৪. একটি নিডেলের ব্লেডের মধ্যবর্তী স্থানের ব্যাস ১.২ সে.মি হলে, ঐ নিডেলের সাইজ কত হবে?
উত্তরঃ ১২০Nm.
প্রশ্ন – ১৫. সেলাই মেশিন কি?
উত্তরঃ যে মেশিনের সাহায্যে কাপড় বা পোশাক সেলাই করা হয়, তাকে সেলাই মেশিন বলে।
প্রশ্ন – ১৬. প্রেসার বার এর কাজ কি?
উত্তরঃ প্রেসার বার এর সাহায্যে প্রেসার ফুটকে উপরে তোলা ও নিচে নামানো হয়।
প্রশ্ন – ১৭. সেলাই মেশিনের প্রেসার ফুট এর কাজ কি?
উত্তরঃ সেলাইয়ের সময় কাপড়কে ফিড ডগের উপর নমনীয়ভাবে চেপে ধরে রাখা।
প্রশ্ন – ১৮. প্রেসার ফুট দেখতে কেমন?
উত্তরঃ এটি দেখতে অনেকটা পায়ের পাতার মত। এর মাঝখানে কিছুটা ফাঁক থাকে বলে ইহা দু’ভাগে বিভক্ত।
প্রশ্ন – ১৯. নিডেল আই কাকে বলে?
উত্তরঃ নিডেলের মাথায় সুতা পড়ানোর জন্য যে ছিদ্র থাকে, তাকে নিডেল আই বলে।
প্রশ্ন – ২০. সেলাই মেশিন কত প্রকার ও কি কি?
উতরঃ সেলাই মেশিন প্রধানত দুই প্রকার। যথাঃ
ক. ম্যানুয়ালি অপারেটেড সেলাই মেশিন, খ. ইলেক্ট্রিক্যালি অপারেটেড সেলাই মেশিন।
প্রশ্ন – ২১. ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন কাকে বলে?
উত্তরঃ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে সকল সেলাই মেশিন ব্যবহৃত হয়, তাকে ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বলে।
প্রশ্ন – ২২. সেলাই মেশিনের ফিড মেকানিজম কি কি যন্ত্রাংশ নিয়ে গঠিত?
উত্তরঃ ক. প্রেসার ফুট, খ. থ্রোট প্লেট ও গ. ফিড ডগ।
প্রশ্ন – ২৩. অতি হালকা কাপড়ের জন্য ফিড ডগের দাঁতের পিচ কত?
উত্তরঃ ১.০ – ১.২৫ মি.মি।
প্রশ্ন – ২৪. হালকা থেকে মধ্যম কাপড়ের জন্য ফিড ডগের দাঁতের পিচ কত?
উত্তরঃ ১.৩ মি.মি – ১.৬ মি.মি।
প্রশ্ন – ২৫. মোটা কাপড়ের জন্য ফিড ডগের দাঁতের পিচ কত?
উত্তরঃ ২.৫ মি.মি।
প্রশ্ন – ২৬. সিম পাকার কি?
উত্তরঃ সেলাইরেখা বরাবর কাপড় কুঁচকে গেলে তাকে সিম পাকার বলে।
প্রশ্ন – ২৭. কোন যন্ত্রাংশের সাহায্যে ফিড ডগের গতি নিয়ন্ত্রণ করা হয়?
উত্তরঃ স্টিচ রেগুলেটর লিভার এর সাহায্যে ফিড ডগের গতি নিয়ন্ত্রণ করা হয়।
প্রশ্ন – ২৮. স্টিচ কি?
উত্তরঃ সেলাইয়ের প্রতিটি ক্ষুদ্রতম একককে স্টিচ বলে। অর্থাৎ, সুতাসহ নিডেল একবার কাপড় ছেদ করে উপরে উঠলে যে ফোঁড় বা সেলাইয়ের অংশ উৎপন্ন হয়, তাকে স্টিচ বলে।
প্রশ্ন – ২৯. সেলাই মেশিনের এস.পি.এম কি?
উত্তরঃ সেলাই মেশিনের গতিকে অর্থাৎ প্রতি মিনিটে উৎপন্ন স্টিচ সংখ্যাকে এস.পি.এম বলে।
প্রশ্ন – ৩০. সেলাইয়ের সমস্যাগুলো কি কি?
উত্তরঃ সেলাইয়র ক্ষেত্রে তিন ধরনের সমস্যা হতে পারে। যথাঃ
ক. স্টিচ গঠনের সমস্যা, খ. পাকার সমস্যা, গ. সেলাইরেখা বরাবর কাপড় ক্ষতিগ্রস্থ হওয়া।
প্রশ্ন – ৩১. কত ধরনের স্টিচ আছে?
উত্তরঃ প্রায় ৭০ ধরনের স্টিচ দেখতে পাওয়া যায়।
প্রশ্ন – ৩২. পোশাক শিল্পে কয় ধরনের স্টিচ ব্যবহৃত হয়?
উত্তরঃ ১৮ – ২০ ধরনের।
প্রশ্ন – ৩৩. দর্জি দোকানে বা বাসাবাড়িতে কয় ধরনের স্টিচ ব্যবহৃত হয়?
উত্তরঃ ২ – ৩ ধরনের।
প্রশ্ন – ৩৪. সকল স্টিচকে কয়টি শ্রেনীতে ভাগ করা যায়?
উত্তরঃ ছয়টি শ্রেনীতে।
প্রশ্ন – ৩৫. স্টিচ ক্লাশ – ৩০১ কন ধরনের স্টিচ?
উত্তরঃ লক স্টিচ।
প্রশ্ন – ৩৬. ব্যাক টেকিং কি?
উত্তরঃ সেলাইয়ের শুরুতে এবং শেষে পোশাকের আধ ইঞ্চি পরিমাণ স্থানে ডাবল সেলাই দেয়াকে ব্যাক টেকিং বলে।
প্রশ্ন – ৩৭. ব্যাক টেকিং কেন দেয়া হয়?
উত্তরঃ সেলাইয়ের পর্যাপ্ত নিরাপত্তা পাওয়ার জন্য।
প্রশ্ন – ৩৮. স্টি ক্লাশ – ৫০৩ কি নামে পরিচিত?
উত্তরঃ ওভার লক মেশিন নামে পরিচিত।
প্রশ্ন – ৩৯. কি কি উপায়ে সেলাই গঠিত হয়?
উত্তরঃ তিন উপায়ে। যথাঃ ক. ইন্ট্রালুপিং, খ. ইন্টারলুপিং, গ. ইন্টারলেসিং।
প্রশ্ন – ৪০. স্টিচ ক্লাশ – ২০৯ কি কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ দামী পোশাক ও পোশাকের প্রান্ত সেলাইয়ের জন্য।
প্রশ্ন – ৪১. লক স্টিচ মেশিনের গতি কত?
উত্তরঃ ১৫০০ – ৫৫৫০ এস.পি.এম।
প্রশ্ন – ৪২. চেইন স্টিচ সেলাই মেশিনের গতি কত?
উত্তরঃ ৮০০০ এস.পি.এম।
প্রশ্ন – ৪৩. ব্লাইন্ড স্টিচ কাকে বলে?
উত্তরঃ যে স্টিচ শুধুমাত্র নিডেল গ্রুপের মাধ্যমে উৎপন্ন হয় এবং এক পাশে সেলাই দেখা যায়, তাকে ব্লাইন্ড স্টিচ বলে।
প্রশ্ন – ৪৪. সিম কাকে বলে?
উত্তরঃ যে রেখা বরাবর একাধিক পরতা কাপড়কে জোড়া লাহানো হয়, তাকে সিম বলে।
প্রশ্ন – ৪৫. সিমের শক্তি কেমন হওয়া উচিত?
উত্তরঃ সিমের শক্তি কাপড়ের শক্তির চেয়ে কম বা সমান হওয়া উচিত।
প্রশ্ন – ৪৬. সিমের আরামপ্রদতা বলতে কি বুঝ?
উত্তরঃ সিমের আরামপ্রদতা বলতে বুঝায় পোশাক ব্যবিহারের সময় যেন সিমের কারণে শরীরে উহা কোন অস্বস্থিভাব বা অসুবিধার সৃষ্টি না করে।
প্রশ্ন – ৪৭. সিম প্রধানত কত প্রকার?
উত্তরঃ ছয় প্রকার।
প্রশ্ন – ৪৮. পোশাক তৈরিতে কোন সিম সর্বাধিক ব্যবহৃত হয়?
উত্তরঃ সুপার ইমপোজড সিম।
প্রশ্ন – ৪৯. পোশাক তৈরিতে কোন সিম সবচেয়ে কম ব্যবহৃত হয়?
উত্তরঃ লেপড সিম।
প্রশ্ন – ৫০. বাউন্ড সিম কি কি পোশাকে ব্যবহৃত হয়?
উত্তরঃ গেঞ্জি, জাঙ্গিয়া, প্যান্ট, মেয়েদের পোশাক,স্লিপিং স্যুট ইত্যাদি।
প্রশ্ন – ৫১. ফ্লাট সিম কোন পোশাক তৈরিতে ব্যবহৃত হয়?
উত্তরঃ নিট কাপড়ের পোশাক ও আন্ডার গার্মেন্টস তৈরিতে।
প্রশ্ন – ৫২. জিন্সের প্যান্ট তৈরিতে কোন শ্রেনির সিম ব্যবহৃত হয়?
উত্তরঃ ক্লাশ – ২, লেপড সিম।
প্রশ্ন – ৫৩. সেলাইয়ের সময় কাপড়ের গতি নিয়ন্ত্রণ করতে কি প্রয়োজন হয়?
উত্তরঃ ফিড মেকানিজম প্রয়োজন হয়।
প্রশ্ন – ৫৪. ফিড মেকানিজম কয় প্রকার?
উত্তরঃ ছয় প্রকার।
প্রশ্ন – ৫৫. সর্বাধিক ব্যবহৃত ফিড মেকানিজম কোনটি?
উত্তরঃ ড্রপ ফিড মেকানিজম।
প্রশ্ন – ৫৬. থ্রোট প্লেটের অপর নাম কি?
উত্তরঃ নিডেল প্লেট।
প্রশ্ন – ৫৭. সেলাই মেশিনের ফিড মেকানিজমের কাজ কি?
উত্তরঃ কাপড় মেশিনে ফিড করা এবং কাপড়কে সামনে এগিয়ে নেয়া।

Digital Marketing Strategist & SEO Expert in Bangladesh. Md Mustakur Rahman has been working for the garment Buyerslist since 2013. He lives in Dhaka, Bangladesh, where he works as an editor at Avronbd. The owner of the company is Avron Texwear. He offers professional-designed and manufactured clothes and exporters in Bangladesh. He has been working in the clothing industry for the last 10 years, and he has lots of experience in this field. He is additionally a Professional Digital Marketing Strategist & SEO Expert in Bangladesh.

Share this content:

Leave a Comment

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.